Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

৭নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলায় ৭নংনেওয়াশী ইউনিয়ন পরিষদ হিসাবে পরিচিত । নেওয়াশী ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার হাস্পাতাল রোডের পশ্চিমে প্রায় ৪ কিঃমিঃ দূরে অবস্হিত । নেওয়াশী ইউনিয়নের পূর্বে নাগেশ্বরী পৌরসভা, পশ্চিমে ভাঙ্গামোর, উত্তরে সন্তোষপুর, দক্ষিণে হাসনাবাদ । কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা বাসষ্ট্যান্ট হইতে সোজা পশ্চিমে নেওয়াশী যাওয়ার পথে হাতের ডানে সুদৃর্শ্যমান এই ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে । কতনা সুন্দরইউনিয়ন পরিষদ ভবনটি দাড়িয়ে আছে । নেওয়াশী ইউইনয়নে ১৮ কিলোমিটার পাকা রাস্তা ও ১৪ কিলোমিটার কাঁচা রাস্তা আছে। তিনটি নদী ওদুইটি বিল রহিয়াছে।  ১৫টি ব্রিজ অসংখ কালভার্ট রয়েছে।